গভীর রাতে অজানা মজলিশে
   লোকালয় ছেড়ে একটু নির্জনে;
কেউ নেই কাছে কিম্বা দুরে
   শুধু তুমি আর আমি দুজনে ।


এলো খোঁপাতে তারার ফুল
     আজ রাত মায়াবিনী বনলতা ;
জোনাকির টিপ টিপ আলোতে
     শুরু করে কথাকলি কথা ।


দেখতে দেখতে গান ভাসে
      শুনতে শুনতে রাত জাগে;
না'বলা কথারা ছুটি নিয়ে
    রাতের কপালে চুমু আঁকে ।


তুমি আর আমি মুখোমুখি
    কারোর মুখে কোন কথা নেই ;
আজ থমকে গেছে সময়
  অথৈই জলে চুপকথা ডুব দেয় ।