কখন এসে
         কখন গেছে ফিরে
         আর খুঁজনা তারে ।
         অনেক তারার ভিড়ে
         অপ্রেমে গিয়েছে ঝরে ।
  
মনে থাকবে
           হেমন্তের রোদ্দুর গায়ে পড়বে যখন
           হলুদ ফুলে প্রজাপতির দেখা মিলবে।
                একটা দুটো সবুজ ঘাসে গঙ্গাফড়িং
           তখন নিশ্চয় তুমি আমার কথা ভাববে ।

কথা ছিল
                প্রদীপের শিখা তখনও জ্বলছিল
                কথাগুলো রাতের ফুল হয়ে ফুটছিল।
                জোনাকিরা ঠিক বুঝতে পেরেছিল
                তোমার অবুঝ চেষ্টায় বৃষ্টিরা ঝরছিল।
স্তব্দ নদী
                হয়তো তারপরেও সে বয়ে যেতে পারত
                নৌকার মাস্তুলে মাছরাঙা হারিয়ে গেল।
                অজানা চরে এখন আগাছার দখলদারি
                আর জন্মে দেখা হবে বলে মুখ লুকাল।