ভালবাসা এক কথায় কি করে বলি
বিশ্ব জগত একটা ভালবাসা গ্রহ
গ্রহে গ্রহে থাকে ঐকান্তিক বোঝাপড়া
তোমাতে আমাতে যে টান যে ঘ্রান
ফুল থেকে ফুলে যে রেনু করে ভ্রমন
এক থেকে একে মধুমাছির পরিবেশন।
এও এক ভালবাসার নামান্তর।


ভালবাসা এক কথায় কি করে বলি
নদী জুড়ে যে জোয়ার ভাঁটা কার আকর্ষণে
বসন্ত বুঝি এলো পলাশ কি করে জানে
মা বুঝি ডেকে ডেকে ফেরে পড়ছে মনে
কার পাতা ফাঁদে কে জায়গা করে মন অরন্যে
কার চোখের প্রেমশরে কার বুকেতে প্রেম ঝরে
কিসের থেকে কি হয় ভালবাসার রুপান্তর।