এসো
হে দিবাকর
দাও মেঘ দাও
দাও একটু বৃষ্টি দাও
মেঘের আড়ালে রেহায় দাও
রুদ্রবেশ সরিয়ে মোহিনী মোহন হও
তোমারি সৃজনে পৃথিবী কেন করো ছারখার?
প্রাণ করে হাঁসফাঁস এবার তৃষ্ণার বারি ঝরাও
তবু দেখি আগুন জ্বলছে আগুন ত্রিনয়নে শুধু আগুন
হে নটরাজ, মৃত্যু নৃত্য তালে ডমরুর শব্দে ভুবন কম্পমান
সজল শ্যামল মূর্তি ধরে অকাল মৃত্যু ঠেকাও,সাধের পৃথ্বী বাঁচাও।



*** আজকের কবিতা কবি মনোজ ভৌমিকে'র উদ্দেশ্যে উৎসর্গ করা হল।