দিনে দিনে আর কত দেখবো
দেখতে দেখতে চোখ হয়ে গেছে ঘষা কাঁচ।
দিনে দিনে আর কত দেখবো।
আরতো পারিনা ভাই দেখতে।
এটা চুরি ওটা চুরি
জমি চুরি গাড়ি চুরি চাল চুরি মেঘ চুরি
শেষে মেশে দেখতে হোল
(ভাই) চাকরীটা হয়ে গেছে চুরি।
কিযে করি কিযে করি হায় হায় ভেবে মরি
ঘরের ভিতরে বসে হাত পা ছুঁড়ি।
দাদা কানে শোনেনা চোখে দিদি দেখেনা
তখন আর কি করি, তখন আর কি করি
খটখটে পিচগলা রাজপথে দিই গড়াগড়ি।


দিনে দিনে আর কত শুনবো
শুনতে শুনতে কান হয়ে গেছে ভোঁতা
দিনে দিনে আর কত শুনবো।
আরতো পারিনা ভাই শুনতে।
শুনেছি সেদিন নাকি ঠিক ঠিক আসবে
টিক টিক করে ঘড়ি তাই বলেছিল।
শুক পাখী ডেকে ডেকে ঘরে ঘরে দিয়ে যাবে
সুখ আর স্বাধীনতা অধিকার।
বসন্ত চলে গেলে কোকিল আর ডাকেনা
আসবে আসবে করে সেদিন আর আসেনা।
শেষে মেশে শুনতে হোল
(ভাই) আমি নাকি পরবাসী।
বলাবলি করছে কানাকানি শুনছি
অধিকার খর্ব হবেই ক্রমশই কোণঠাসা হবে জনগণ।


আমরা কি চেয়ে চেয়ে দেখবো
আমরা কি শুধু শুধু শুনবো
আমাদের রক্তে এ দেশটা স্বাধীন
আমাদের ঘামে লেখা ফসলের গান
আমাদের হাতুড়ীতে সৃষ্টির সম্মান।
শেষে মেশে আমরাই রুখে দাঁড়াব
আমাদের স্বদেশ আবার সাজিয়ে নেব।
ঘরে ঘরে তৈরি থেকো সব প্রিয় সাথী  
শেষ যুদ্ধে আমাদেরই হতে হবে জয়ী।