আজ মা জেগে উঠবেন
গুণীজনদের অমল কিরণ যাদুর পরশে।
এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ।
ঘসে দিলেই জিন আসবে
আর সকল মনবাঞ্ছা পূর্ণ হবে।
ভাবখানা এমন দেখায় যেন
গিনেস বুকে নাম উঠবে।


চাঁদের পাহাড় দেখতে মা এসেছেন।
মা মাগো মা তুমি পারবে ?
অত উঁচু চাঁদের পাহাড়ে উঠতে।
জানি, তোমার অসাধ্য কিছুই নেই।
তুমিতো সতের মা অসতের মা।
ক্ষমা করে দেবে অসুরদের নিজগুনে ।
আহা ! বেচারা ভুল করে ফেলেছে!
কিন্তু পাহাড়ে উঠতে পা পিছলে যেতে পারে।
কত রক্ত ঘাম চোখের জল আছে;
কত বঞ্চনার কাহিনী আছো জানো মা।


আজ তুমি নাকি উন্মোচিত হবে ।
আলো ঝলমলে এই নগরের চতুষ্কোণে ।
সংস্কৃতির ধারক বাহক ঐতিহ্যবাহীরা ফিতা কাটবে।
জানো মা, তোমার জন্য শহর থমকে গেছে।
পণ্যবাহীদের আজ এই শহরে প্রবেশ নিষেধ।
শহর থাকবে যানজটমুক্ত শরতের মেঘ।
রোগীর জীবনদায়ী! একদিন দেরিতে ক্ষতি নেই!
এই মহালয়াতে তোমার চোখ আঁকা হবে।
তুমি দর্শন করবে, সুরাসুরের জীবন মূর্ছনা।
বৈদিক ত্রুটিযুক্ত বেদমন্ত্রে চমৎকৃত হবে!
বিচার করো মা, আর দুহাত তুলে আশীর্বাদ করো।