চোখ খুলেই দেখি
মুঠোফোনে পর্দায় এক সাপ।
ধীরে অতি সন্তর্পণে এগিয়ে যায়
গাছের ফাঁকে পাখীর বাসা লক্ষ্য করে।
পাখীর বাসায় কি আছে?
চারটে ডিমের একটা ফুটেছে
সদ্য ছানার মা নেই ধারে কাছে
এইতো সুযোগ এখন সর্পের প্রাতরাশের।
অবুঝছানা ভাবে মা এসেছে
ঠোঁট বাড়িয়ে দেয় সাপের মুখে
কি জানি কি ভেবে চেরা জিভটা বাড়ায়।
কিন্ত খাবার কোথায়? খাবার খুঁজে না পায়।
অভিমানে মুখ ফিরিয়ে নেয়।
সাপের বোধহয় উথাল পাথাল মন
ছানার মুখের কাছে তাও মুখ বাড়িয়ে দেয়।
শেষ দেখিনি, হয়তো খাদ্য খাদক মিলে গেছে।


পরম সোহাগ আদরে।