যে কাজ তুমি করে গেছো দীর্ঘদিন,
আমাকে সেই দায়িত্বভার নিতে হলো।
গভীর রাত শুনশান চারদিক
সদরে তখন তালা পড়েনি।
চাবি নিয়ে ছুটলাম
হঠাৎ দমকা হাওয়া....
থমকে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ।
শুকনো পাতার মর্মর ধ্বনি।
কে যেন হেটে যায় পাতা মাড়িয়ে,
শরীরে রোমাঞ্চ জাগে
বুকের ভিতর কেমন জানি জমাট অন্ধকার।
শুধু দুর থেকে শুনি
কে যেন দরজা খুলে চলে গেল।
সাহসে ভরসা করে এগিয়ে দেখি
না কেউ কোথাও নেই
কে যেন আগেই তালা ঝুলিয়ে রেখেছে।
তবে যে চলে গেল স্পষ্ট মনে হল,
সে কি তবে মনের ভুল।!
কি জানি? হয়তো তাই !
প্রশ্ন জেগে রয়?