কাল কি কেউ দেখেছে ?
না ! না ! কাল কেউ দেখেনি ।
কাল অনেক কিছু হতে পারে ;
যে কাজটা বাকি সেটা আজই শেষ করি।
কাল হয়তো সকালের সূর্যোদয় হলোনা
কাল ভয়ঙ্কর সুনামীতে ধ্বংস হবে পৃথ্বী ;
সৃষ্টির যাবতীয় নিমেষে নিশ্চিহ্ন হতেই পারে;


আবার হয়তো কালের চাকা চলবে
ঠিক পৃথিবীর জন্মলগ্ন যেমন শুরু ।
সেখানে তুমি আমি কে কোথায় ?
নেই নেই কোথাও নেই প্রাণের চিহ্ন ।
তোমার আমার লাবণ্যময় মুহূর্তগুলি
একদিন হয়তো কেও খুঁজে পাবে ;
লাবণ্য এসো আজই হবো প্রস্তরীভূত।