আমি দেশে দেশে দেখাই পুতুলনাচ।
পুতুলনাচ দেখাই দেশে দেশে আমি।
আমি যখন হাঁটি সে তখন দিব্যি হাঁটে
হাঁটে দিব্যি তখন সে হাঁটি যখন আমি।
মৃতবৎ থাকে পড়ে যখন রেখে দিই
দিই যখন রেখে পড়ে থাকে মৃতবৎ।
একদিন ভুলে রেখে গেলাম চলে
চলে গেলাম রেখে ভুলে একদিন।
নবরূপে তাকে আবার বানিয়ে নিলাম।
নিলাম বানিয়ে আবার তাকে নবরূপে।
আলোয় নাচে গানে নাটক হলো ভালই
ভালোই হলো নাটক গানে নাচে আলোয়।
দিনকাল বদলে গেছে, উনি চাননা পুতুলনাচ
পুতুলনাচ চাননা উনি, গেছে বদলে দিনকাল।
পুতুলগুলো বাক্সে দিনে দিনে জীর্ণ হলো।
হলো জীর্ণ দিনে দিনে বাক্সে পুতুলগুলো।