তাড়াতাড়ি সেই কথাটা সত্যি হয়ে গেল
পূর্নিমাতে রাত্রী হটাত ঘন তিমির হলো ।
ডুব দিলো যেই রাই পদ্মগন্ধ নেশায়
দুলিয়ে ফণাখানি কালসর্প শাসায়।


অভিসারে আসতে কতো রকম বাধা
রাস্তা ভুলে এখন কেঁদেই আকুল রাধা ।
পরনে শাড়ি ময়ুরকন্ঠী নীলাম্বরী বাস।
কানু বিনে ভালো লাগেনা কিছুই খাস ।


বনের হরিন আর গাছের সবুজ পাতায়
বিষাদময় একটা যেন ঝড়ের আশঙ্কায় ।
বইছে বুকের মধ্যে যমুনা অথৈ জল
ঐযেন কে আসে বেয়ে নিজেই হাল!


জুড়িয়ে গেল মন সাতজনমের পরান
কাঁদায় হাসায় মন ঐতো সাধের মরণ ।
হাত বাড়িয়ে সুঠাম বক্ষে দাওনা ঠায়
শীতল হব শান্তি পাব দিচ্ছে কথা রাই ।