অনন্ত
এক আনন্দ
লুকিয়ে এই সংসারে।
সকলেই সেই আনন্দ খুঁজি
কেউ পায় কেউ পায়না কাঁদে।
একে অন্যকে দোষ দেয় নিজে নির্দোষ।
অথচ এই বিশ্ব সংসার জানে বাদী বিবাদী;
তবু সে পৃথ্বী মৌনী আপনার বৃত্তে নীরব সাধনায়।
দিন কাল পাল্টায় গ্রহ নক্ষত্র নিকট থেকে আরো দূরে।
সুখ সরে সরে যায় অসুখ দখল করে সেই রাজার রাজদণ্ড।