ঘরটা খুব ছোট্ট ছিল
মনটা ছিল আস্ত একটা জগৎ
স্কুল ছিল সকাল সকাল
তাই সারাদুপুর ছুটি, কি আর করি...
চলো এবার রঙিন মাছ পুষি ;
ওরা যে বিদেশী? প্রমান ওদের দেমাকী চালে
আর একোরিয়াম সেও তো অনেকদাম!
কি করি কি করি? হুররে পেয়ে গেছি আ...হা
অচিরেই সমাধান হরলিক্সের বয়াম হয় একোরিয়াম ;
আর নালা থেকে নিজের হতে ধরা গাপ্পি মাছ
কত রঙের লাল নীল হলদে মিলেমিশে রঙ্গোলী
কোনটার লেজ যেন একটা ঝালর,
তলোয়ারের মতো আবার কোনটা খুব সাধারন
পাশের পদ্মপুকুরের রকমারি শেওলা আর ঝাঁজি,
আর অনেক কষ্টে পাওয়া কুচো কেঁচো
ওদের দুবেলা খাবার দিতে হবে না!
রং বেরঙের কুচো পাথরও থাকবে ওরা যে খেলবে,
একে অন্যকে তাড়া করবে ডিগবাজি দিয়ে লুকোবে।
আর দেখতাম ওদের জীবনচক্র
                নিজের স্বপ্নগুলো মিলিয়ে নিতাম
মন খারাপ হতো অতি আদরে ওদের শহীদ হওয়াতে।