তোমার প্রখর রুদ্র তেজে
জ্বলছে পুড়ে যাচ্ছে নষ্ট কালো রাত্রি।
ভালো আছি ভালো থাকার মন্ত্রতে দিক্ষিত।
তাই চলেছি সবাই শপথে অটল আলোর পথযাত্রী।


তোমার অমল রুদ্র কিরণে
ফুলের বুকে জেগেছে মধুর সমাহার।
দিনের স্বচ্ছতায় দেখি যে রঙের বাহার।
এসব যেন তোমারি দেওয়া অবাক উপহার ।


তোমার ভালবাসার রুদ্র পরশে
নদীর গতিতে উজান স্রোতের ধারা।
হৃদয় শুনেছে উতল সাগর ডাকছে পাগলপারা
তাই বাউল সেজে ঘর ছেড়েছি, হয়েছি বাঁধনহারা ।


রুদ্র তোমার অকাল অদর্শনে
গুমরে ওঠে যে কান্না মাটির কোণে কোণে।
এইযে তোমার হারিয়ে যাওয়া বড়ই বুকে বাজে
তাই নিত্য সকাল সাঁঝে, তোমারি গান গাইছি আপনমনে।


"ভালো আছি ভালো থেকো "