সমুদ্র নীল ছুটে আসছে বেলাভূমির কাছে।
ভাসতে ভাসতে তীরে ভিড়লো নীল নীলাম্বর মূর্তি।
শ্রীক্ষেত্রে এটা হয়তো খুব স্বাভাবিক আমার কাছে বেমানান।
কেন জানি মনে হল এটাই হয়তো জাগতিক নিয়ম।
যিনি বাড়িতে নিত্য পূজা পেতেন সেই তিনি এখন অবহেলিত।
মুখ থুবড়ে পড়েছিল তীরে মনে হলো এ হয়তো তার অভিমান।
দিলাম উল্টে ঠিক তখনই ঘটনাটা ঘটে গেল।
কাছে কোথাও বেজে উঠলো শঙ্খ কাসর ঘণ্টা ধ্বনি।
সমুদ্র গভীর থেকে লাল থালার মতন সূর্য উদয় হলো।
অভিমানের মেঘলা কুয়াশা সব সরে রক্তিম আভা ছড়িয়ে গেল।
নয়া কলেবরে হয়তো তিনিই সেখানে এখন বিরাজমান।
ভাবনা আবেগের শীতল ঢেউ এসে পা ভিজিয়ে কিছু বলে গেল।
সাগরের ভাষা যে আবার আমার জানা নেই।