ভাবছি আর ভাবছি
মনের আকাশে মেঘগুলো সব সরাচ্ছি।
এক এক করে সরিয়ে দেখি
কেউ কোত্থাও নেই একলাই পড়ে আছে।
কুড়াচ্ছি আর কুড়াচ্ছি
ছড়িয়ে পড়া আবেগগুলো এক এক করে কুড়াচ্ছি;
হলুদ বিকেলে অবাক হয়ে দেখি
পড়ন্ত রোদে জীবনের পাঠশালায়
দুঃখটাকে একলা রেখে সব্বাই নিরদ্দেশে গেছে।


জানছি আর জানছি
আদ্যপ্রান্ত বটতলা থেকে মহাকাব্য শুধু জানছি;
রাজনীতি কুটনীতি তৈলাক্ত বাঁশে ওঠার নীতি
সব জেনে কিছুই জানিনা বলতে বাধ্য হচ্ছি।
কারণ, সবজান্তার চরিত্রে উনিই আছেন।
তাই, চলছি আর চলছি
সূর্যোদয় থেকে সূর্যাস্ত সমানে ঠাই চলেছি।
পথের শেষ নেই পথ বলেছে সমুখে এগিয়ে যাও
এখন মহাপ্রস্থানের পথে একাই যাও।
একে একে একদিন সব ভিড়বেই সাম্যের সামিয়ানায়।