যুদ্ধ নয় শান্তি চাই
বলছি সবাই পাচ্ছি কোথায়?
বহু মানুষের বহু মত
তাই সবার থেকে উপদেশ চাই।


কেউ বলছে চলো সাদায়
কেউ বলছে এসো কালোয় ।
আমার ভিতরে নানান দ্বন্দ
কি করবো ভেবেনা পাই।


চাক ভেঙে মধু খাচ্চ খাও
মিষ্টি মধুর হয়ে যাও।
কোন সে ফুলের মধু !
তুমি কেন জানতে চাও?


আমার পথচলা ভীষণ দায়
মনে মনে বলছি হায় হায়।
শেষমেশ কি হারিয়ে যাবো
আমার কি কোথাও নেই ঠাই।


সময় বলে সিঁড়ি দিয়ে ওঠো যাও
নয় পায়ে পায়ে নেমে যাও।
একটা কিছু করতে থাকো
চুপচাপ কেন দাঁড়িয়ে যাও।


ভেবে ভেবে আর হবোনা পাগল
সব বিকিয়ে কিনব নাকো ছাগল।
এখন সময় আমার সাথের সাথী
ঠিক চলবো ভেঙে ফেলে আগল।