তোমার সাথে আমার হয়েছে মিলন
বেঁধে বেঁধে রেখেছিলাম মন।
তোমার রূপের মাধুরী সৌরভে
এখন হরষিত মন গৌরব অনুক্ষন।


আমার যত ঢেউগুলো
খুঁজে খুঁজে সব ফিরছিল।
কোথায় তাঁরে পাই, কোথায় তাঁরে পাই।
দিনে দিনে জীবন জুড়ে
হতাশার মেঘ জমছিল।
হটাত যাকে দেখে থমকে গেলাম ;
স্পন্দনহীন অপলক ছিল চাহনি।
স্বপ্নেরা এসে ভিড় করে ঘিরে ধরে,
বলে- দেখত চিনতে পারো কিনা?
ধানসিঁড়িটির পাশে নাকি ময়নামতির তীরে ।
হয়তো দেখেছ তাকে ব্যস্ত শহরে
একা একা পার করে পিচগলা রাস্তা।
হটাত বৃষ্টিতে হয়েছে সে দিশাহারা।
এ তোমারি সেই বনলতা সেন।
দেখেছিলে যাকে স্বপ্নে দুচোখ ভরে;
নাকি দহন দ্বিপ্রহরে তমালতলে
শিতলতার স্নিগ্ধ ছায়া মেখে,
তৃষ্ণা মেটাতে তৃষ্ণাবারি হাতে।
দাও জল দাও, দাও জল দাও
দাও প্রেম দাও দাও প্রেম দাও।
এ হৃদয়ে শুন্যতা ভরিয়ে দাও।


পাখীর নীড়ের মত আঁখি নাইবা হোল
তবু তোমার নত চোখদুটি তুলে চাও ।
রাজহংসী গ্রীবা নাইবা থাকলো তোমার
তবু একবার এই বহু যুগের আজীবন
ভিখারি প্রেমিকের দিকে চাও।
দাও জল দাও দাও জল দাও
দাও প্রেম দাও দাও প্রেম দাও।
এ হৃদয়ে শুন্যতা ভরিয়ে দাও।