ডাক্তার বাবু, রাতে ঘুম আসে না।
জেগে থাকি অস্বস্তি হয়
কি করি, আর কিনা করি
কোথায় যাই । তাই ভাবতে থাকি।
মনে আসে নানা বিচিত্র শব্দ।
দীর্ঘদিন ধরে যে ওষুধটা চলে
সেই ওষুধই কাজ করে, ঘুমিয়ে পড়ি...
পরের দিন ভালোই কেটে যায়।
উল্টো হলে টুক কথায় রাগ হয়।
মাথার ভিতরে আগুন জ্বলতে থাকে।
দয়া করে একটা উপায় বলে দিন।


উপায় আছে তোমার কাছে।
ইতিহাস ঘেঁটে যা বুঝেছি বলছি...
রাগ কমাতে হবে অতি ধীরে প্রশমিত।
উল্টো গুনতে হবে শেষ থেকে শুরু।
যার কারনে রাগ হয়।
সেই অবস্থা থেকে দ্রুত সরতে হবে।
যে ওষুধ খাচ্ছেন
ওটা আর হয়তো খেতে লাগবে না।
ভালো থাকবে তুমি অনন্ত দিন ধরে।