শব্দে শব্দে ভিতর ঘরে উজান টান
অন্য বুকে সঞ্চারিত নদী যেমন ।
শব্দ শিকল এক এক করে বেড়ি
দেখি অচিনপুরে দিচ্ছে বুঝি পাড়ি ।
শব্দই যেন প্রদীপ ঘষা জিন ভুত
মনের মধ্যে বসে থেকে ধরছে খুঁত ।
শব্দে বুঝি রেডিওতে প্রভাতি ধুন
গরম চায়ে চুমুক কাপের ঠুনা ঠুন ।
শব্দে কেমন উদাস হওয়া বাউল মন
গলিতে ফেরিওয়ালা দুপুর বুঝি এখন !
শব্দ খুব চেনা ডাকবে এখন মা বলে
ডাক আসেনা এমনি কেউ যায় চলে ।
দরজা খুলে মা দাঁড়িয়ে থাকে ঠায়
কেউ নেই নিঃশব্দে অশ্রু ঝরে যায়।