মস্ত বড় জাল নিয়ে বেড়িয়ে পড়েছি
ফুলের বাগান নদী সাগর তীরে ।
খুঁজে পেতে তাদের দেখা মেলেনি
বুদবুদের মতন সব ফুরিয়ে গেছে ;
             চেনা রাস্তার মোড়ে ।
গালেতে হাত আকাশকুসুম ভাবি              
যাদের পেলাম তারাতো নতুন নয় ।
বহু ব্যবহারে জীর্ণ তাদের কায়া
বুকের ভাঁজে ভাঁজে অশনিসংকেত;
              ক্রমশঃ স্পষ্ট হয় ভয় ।
অনাহারে দিনকাল হাহুতাস রাত্রী
করোটি বিহীন কঙ্কাল হেঁটে বেড়ায় ।
পাণ্ডুলিপি কবিতার সফেদ পাতায়
আজ বুঝি আকাশে চাঁদ হাসবেনা ;
           কাঁদবে প্রেম বিরহ ব্যথায় ।
রাতপরীদের অন্দরমহলে ছুটে যায়
নিওন আলোর নিচে সস্তা গন্ধ মেখে ।
খদ্দের খোঁজে ছেলের কান্না ঘোচাতে
''মা খেতে দেনা, পেটে যে বড় খিদে "
       নতুন শব্দরা টুপটাপ ঝরে বুকে ।