শহীদ মিনার শহরের মাঝখানে এক্কেবারে আকাশ ফুঁড়ে,
শপথের সকাল দুপুর রাত্রিকাল তোমারো কি মনে পড়ে।
প্রান্তদেশে টান টান হয়ে ঘুমিয়ে কবেকার এক ভবঘুরে,
শহীদ মিনার শহরের মাঝখানে এক্কেবারে আকাশ ফুঁড়ে।
বৃষ্টিতে বাঁচতে মিছিলের পতাকায় নিজেকে নিয়েছে মুড়ে,
একটু ওমের আশায় হাড় জিরজিরে কুকুরকে সাথে করে।
শহীদ মিনার শহরের মাঝখানে এক্কেবারে আকাশ ফুঁড়ে,
শপথের সকাল দুপুর রাত্রিকাল তোমারো কি মনে পড়ে।



* আজকের কবিতা কবি সুমিত্র দত্ত রায় মহাশয়ের জন্য উৎসর্গ হল।
উনি যেন মনে প্রাণে সুস্থ হয়ে ওঠেন।