ছেনি হাতুড়ীর আঘাতে আঘাতে
ধীরে ধীরে রূপ নিয়েছ তুমি এক অনন্যা
তোমার শরীরের প্রতিটি পাহাড় গিরিপথ অরন্যে
শিল্পীর নিস্কাম কল্পনার নিয়ন্ত্রিত দুরন্ত সোনালী ফসল


খাজুরাহের খাঁজ কাটা পাথর থেকে তুমি নেমে এসেছ
তোমার শরীরের পাথুরে অলঙ্কারে কি দ্যুতি!
কুচযুগলের আকর্ষণে পথিক হয় দিগ ভ্রষ্ট
কল্পনা করে কবি কবিতায় ঠাই দেয়।


কেউ বলে নগরের নটি যাও অভিসারে মানায়
নগর জানে, নগরের বিষে তুমি হয়ে যাও ছাড়খার
নগরায়নে তুমিই ছিলে অগ্রগন্যা রূপমাধুরী মোহমোহিনী
অথছ, তোমার বাস নগর উপকণ্ঠের বন্ধ জানালার অন্ধগলি।


চাওয়া না চাওয়ার কাব্য উপন্যাসে চিরকালীন কলঙ্কিতা
রাত যামিনীতে তুমি কাম্য দিবসে অস্পৃশ্যা নর্তকী
জলসায় সারেঙ্গির সুর মূর্ছনায় লাস্যময়ী উর্বশী
কবির গজল তোমার কণ্ঠে হিল্লোল সুরবাহার।