একটা নদী আপনমনে সাগর পানে ধায়
একটা পাখি তারি ডানায় মুক্তি খুঁজে পায়
একটা মানুষ বাঁচবে বলে আগুন চিনে নেয়
একটা মিছিল গড়বে বলে সে
রাত্রি জেগে রয়।।


সে ছিল সহজ সরল সবার কাছাকাছি
নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আজো যেমন বাঁচি।
চেনা শোনার বাঁধ ভেঙে হারিয়ে কোথায় যায়
আসছি বলে সেই মানুষ হারিয়ে কোথায় যায়?


বাতাস চিনে লালপতাকা আকাশ জুড়ে ওড়ে
ফুলগুলো সব শিশির মাখে এই হেমন্ত ভোরে।
এক্যতানে গানে গানে আসছে সবাই ফিরে
সেই শুধু ঠিকানা হারিয়ে ফেলেছে
আর ফেরেনি ঘরে।।