আজ আমি বাজারে লঙ্কা ছুঁয়ে দেখিনি
কি জানি যদি ছ্যাকা লাগে
যদি ফোসকা পড়ে হাতে।
বাঘে ছুঁলে আঠেরো পুলিশে ছুঁঁলে ছত্রিশ ঘা।
লঙ্কায় যদি বাহাত্তর ঘা হয়।
নির্ঘাত অপঘাতে মারা যাব নিশ্চিত বলছি।


আদাকে ছাপিয়ে লঙ্কা এগিয়ে চলেছে
দুর্নিবার তার গতি কে তারে ঠেকাবে।
এভাবে এগিয়ে গেলেই বলতে ইচ্ছা করে
আমাদের দেশ তীরবেগে এগিয়ে চলেছে।
বিশ্ব দেখুক বিস্ময়ে হয়ে যাক হতবাক
এবারে পাবেই পাবে পুরস্কার সর্বশ্রেষ্ঠ সবজি-শ্রী।


গরিব থাকে বরাবর পান্তা পেঁয়াজ লঙ্কায়।
সেখানেও দেখি হাত বাড়িয়েছে সদানন্দ শ্রীসুধাময়
ধান গমের চাষ আবাদ ছেড়ে, লঙ্কার করো চাষ
হৃদয়ের ঝাঁজ লঙ্কায় রেখে, মুখে অমৃত করো বর্ষণ।
দিনকাল তোমার সুন্দর সুহালে কেটে যাবে
চোদ্দপুরুষ পায়ে পা রেখে দুধে ভাতে কাটাবে।