আমি সময় বসে থাকিনা...
এগিয়ে যায় দীপ্ত পদক্ষেপে...
এগিয়ে এগিয়ে সমুখে যাই...
শুধু বলি আয় কে যাবি আয়...
পড়ে থাকলে থাক এই অতীতে...
আমি তবে বর্তমানে পা রেখে...
ধীরে ধীরে ভবিষ্যতে এগিয়ে যাই...
আমার চোখে আকাশ আর জমিন...
থাকি কি করে এক ঠায়ে বসে...
কত ফুল ফুটাতে আজো বাকি...
কত স্বপ্ন এখনো হয়নি সফল...
ওরা যে আমায় পাশে ডাকে...


যারা স্বপ্ন ভেঙে দুমড়ে দেয়
যারা ফুলের কোরকে বিষ ঢালে
যারা কীট হয়ে কুঁড়ি ঝরিয়ে দেয়
যারা ষড়যন্ত্র রচে পৃথিবী লুঠ করবার
যারা মানুষের মৃত্যুর বিনিময়ে দুনিয়া কেনে
আমি ওদের ঘৃণা করি তাই দুরত্ব করি রচনা ।
আমিও তাদেরই জন্য বারতা পাঠিয়ে দিই
যারা দেশের কোণে কোণে স্বপ্ন মাখে
যুদ্ধ ঘোষণার মন্ত্র গুঁজে গুঁজে দিই
ওরাযে সবুজ পৃথিবী গড়তে চায়।