বুকের পাঁজরে শ্বাসের হাঁপর
         উথাল পাথাল করছে।
একদল শুধু উন্মাদ হয়ে
         খিল খিল করে হাসছে।
মিথ্যের বোলে খুশির খেয়ালে
         বোড়ের চালটা চালছে।
গনতন্ত্রের পোক্ত দেয়াল
         ভেঙে ভেঙে আজ পড়ছে।
আগুনে পুড়ছে রক্তে ভিজছে
         স্বপ্নেরা পিছু হটছে।
দেখছে শুনছে ভাবছে মানুষ
          না দেখার ভান করছে।


একদল শুধু মুখ বুজে বুজে
          সবটুকু সয়ে যাচ্ছে।
বুকের ভিতরে আগুন শিখা
          যত্নে আগলে রাখছে।
অধিকার সুধা চুরি হয়ে গেছে
          হিসাবটা টুকে রাখছে।
বিষ জমে গেছে হৃদয় পাত্রে
          প্রতিপক্ষ কে খুঁজছে।
সাবধানী চোখ সবটা মাপছে
           বৃত্তটা ছোট করছে।
গ্রহনকালেই ঝাঁপ দিতে হবে
          সময়টা তাই বলেছে।