সময় শেষ কথা বলে
সেই ঈশ্বর সেইতো জগতময়।
যারা টিকে থাকল সময়ের প্রয়োজনে
হয় উৎকর্ণ, সময় কি বার্তা দেয়!
সময়কে ঘিরে ফিসফাস
কারা যেন ওকে নিয়ে করে ষড়যন্ত্র।
ওদের মুখ মুখোশেতে ঢাকা
কি জানি,কি মাশুল নেবে রাষ্ট্রযন্ত্র।
সময় তবু ফোটায় ফাগুন ফুল
ছলে বলে কৌশলে তবুও সীতাহরন।
জীবনভোর জনগণ দেখে স্বর্ণহরিণ
সভামাঝে শেষে সাম্যের বস্ত্রহরণ।
সময় তবু জেগে থাকে
আগামীর স্বপ্ন বীজ করে সংরক্ষন।
দধীচির সে অস্ত্র করে নিভৃতে শানিত
যথাকালে সময়ের দাস করবে সম্প্রদান।