দুশো বছরের গাছকে মন খুলে বলে দিলাম।
সে যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে।
আবার যেন জলঙ্গীর জলে ছায়া ফেলে।
উঠানের সবুজ ঘাস মারাতে পারে।
এক থালা সাদা জুঁইফুল ভাত,
দেখে বিষন্ন মুখটা ঝলসে ওঠে।
রাতে তারাদের গতিবিধি দুজনে দেখব।


আমি আবার হয়তো ফিরে আসবো।
একশো একশো দুশো বছর পেরিয়ে।
তখন আবার না হয় বলব প্রেম কথা
ততদিন তুমি সাক্ষী হয়ে থেকো।
তুমি যদি চাও তবেই পারব।
তোমার মত জীবনের শক্তি আমার নেই।
তুমি আনেকটা সঞ্জীবনীর মতন।
তাই তোমাকে মনের কথা বলে গেলাম।