শুনছেন! শুনছেন !আপনি দায়ী! হ্যা !
আপনার জন্য আর কোন ফুল ফুটবে না।
এখানে ওখানে সবখানে ওরা ভয় পাচ্ছে ;
জান্তব কীর্তিকলাপ দেখে সিটিয়ে যাচ্ছে;
   শিশু কুঁড়িরা বিলাপ করে বলছে
এই পৃথিবী আর বুঝি ওদের নয়
ওদের ভালবাসায় বিভেদের প্রাচীর
পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিনে ।
স্বাধীন স্বতন্ত্র ভাবে হয়তো একদিন
   সূর্যোদয় হতে পারবেনা ।
আপনার বক্র দৃষ্টিতে শয়তানের প্রসব
কুটিল হাসিতে উপছে পড়ছে জান্তবতা;
অন্ধকারের বুকে সকাল ঘুমিয়েছিলো-
  ভয়ে তারস্বরে ককিয়ে উঠছে ...
আপনার হাতের অস্ত্রে তাজা রক্ত লেগে
এখুনি নিস্পাপ গগনচুম্বী আগুনে
    লাশটা একমুঠো ছাই হবে ।
বিশ্বত্রাসী ভয় ছড়িয়ে বিশ্বজয়ী হওয়া যায়না ?
আমরাও জেগে থাকব রাত জাগব
তিমির রাত্রী বিদারী, থাকবো দিনের অপেক্ষায়।
          সেদিন প্রায় আগত
প্রতি রক্তের ফোটা দৃঢ়কন্ঠে প্রশ্নের ঝড় তুলবে  
সেদিন প্রস্তুত থাকবেন প্রতিটার জবাব দিতে !