স্পন্দন একটা কাগজ জুড়ে ছবি এঁকেছে
নীল আকাশে হলুদ সূর্য্য সবে জেগেছে ।
চোদ্দোখানা কিরণ আগুন ছুঁড়ে দিচ্ছে
ওটাই'যে ওর ছোট্ট চোখে
               বিশাল একটা জগৎ ।


স্পন্দন একটা কাগজ জুড়ে ছবি এঁকেছে
চৌকো একটা গোলাপী দেওয়াল তোলা
তার উপরে  মেটে রঙের ত্রিভুজ চালা ;
হলুদ রঙের গরাদ বিহীন ছোট্ট জানালা
কুসুম রঙের দরজায় নাইবা থাকুক পাল্লা
ওটাই'যে ওর ছোট্ট চোখে
               বিশাল একটা জগৎ ।


স্পন্দন একটা সাদা কাগজে ছবি এঁকেছে
খয়েরী রঙে বিশাল একটা গাছ ।
যেন সান্তাল ছেলের উচ্চ মাথায়
সবুজ রঙের পাগড়ি শোভা পায় ।
তারপাশেতে বেঢপ আকার টব
ফুল ফুটেছে চার পাঁপড়ির চার বর্ণ তার
ডাল পালা তার নাইবা থাকুক ।
ওটাই'যে ওর ছোট্ট চোখে
               বিশাল একটা জগৎ ।


কাছেই আছে নির্জনে ছোট্ট একটা পুকুর
আকাশ বুঝি মুখ দেখে, তাই হয়েছে নীল ।
জল আছে জলের মত,মাছের খোঁজ নেই ;
জনমানবহীন শুনসান কেউ কোত্থাও নেই;
স্বপ্ন দেখে গা ছমছম, মা বুঝি নেই পাশে
ভয় পেয়ে ককিয়ে ওঠে সৃষ্টিকর্তা নিজেই।
ওটাই'যে ওর ছোট্ট চোখে
               বিশাল একটা জগৎ ।