টস টস করে দুচোখের জলে
     ভিজে গেল মেয়ের হাতের রুমালখান।
খস খস করে লিখে ছিঁড়ে ফেলে
     তার প্রেমিক দুপাতার চাকরির আবেদন।
ভস ভস করে নাক ডাকিয়ে ঘুমিয়ে আছে
     দেশের বাহাদুর প্রবাসী ধন্যা সরকার।
বক বক করে কী দারুন বক্তব্য রাখে
     সামনেই ভালো দিন ওই আসছে আবার।
টিক টিক করে টিকটিকি মাথা নাড়ে
     হয়তো ইশারায় বলতে চায় ঠিক ঠিক।
চিক চিক করা চোখগুলো দিনে দিনে
     ঘষা কাঁচের মতন কেন হয় বলে দিক?


টিমটিম করা ঘরের আলোকে বিদ্রুপ করে
     রাস্তার ঝিকমিক করা নিওন আলো।
ঝিম ঝিম করা মাথাগুলো সত্যি বুঝে পায়না
     ঘুম ঘুম কেন জীবন? কী অপরাধ করেছিল?
চক চক করা নোটগুলো ওদের বাক্সে বন্দী
     হাতে হাতে মুক্তি পেলে হতো ক্ষুদার সাথে সন্ধি।
টুং টাং করে খুচরোগুলো কি কথা বলতে চায়?
     হয়তো দিনে দিনে দাম তাদের কমছে।
কুহু কুহু করে এই ফাগুনে কে অমন করে কেন ডাকে?
     হু হু করা বিরহী মন তাইতো কেঁদে ওঠে।
ফুর ফুর করে বাতাসে নাকি উড়ে বেড়াচ্ছে টাকা
     টাকা দিয়ে সুখ কেনা যায় কাঁচকলা হয় ভোটে।