বিজ্ঞাপণী
হাসির ফোয়ারা
সত্যিই ভাল লাগেনা
ওইযে ওরা যারা রাস্তায়
কঠিন পণে লড়ে চলেছে দিনরাত
ওদের প্রাপ্য অধিকার খর্ব করা কেন?
কি প্রমান হয় আজো জমিদারী প্রথা চলবে;
ঢেউগুলো সব এক হচ্ছে শেষ হাসি ওরায় হাসবে
রৌদ্র তেজ বাড়ছে একে একে ঐক্যতান দশ দিশি ছড়ায়
ক্রমশ বৃত্ত বড় হচ্ছে, জনগন মন মিলে মিশে হবে সুনামি।