ক্রিং ক্রিং করে অ্যালার্মটা বাজল
      চোখ থেকে ঘুমটা তখুনি পালাল
      চোখের সামনে রুটিনটা ভাসল ।
  
নে নে কত ঘুমাবি গম্ভীরে বাবা বলে
    হাত মুখ ধুয়ে বই নিয়ে বস।
    কাগজে কলমে লেখ খস খস।


শোন শোন মন দিয়ে শোন বলল পিসী
     আজ আটটায় শুরু হবে তোর টিউশন
     তার আগে সে যেন দেখা করে আসবে যখন।


চল চল মন বলে কোথাও পালাই
     জ্যাঠা এসে বলে মন নাকি নেই লেখায়পড়ায়।
     এমনটা করলে কি করে হয়? সবাই যে এগিয়ে যায়।


ঝট ঝট করে মা বলে কিছু খেয়ে নেনা সোনা
      সৃষ্টির কাজ পড়ে সময়টা বয়ে যায়।
      তোর মুখ ভার দেখে মনটা কেমন হয়।


বক বক করে ছোট্ট রিমি এসে বলল
      রেখে দে বই টই চল করি হই চই
      তালে তালে নাচ করি আমি, গান ধর তুই।


চুপ চুপ করে ঝুপ করে ঠাম্মি এসে পড়ে
      চল চল তোদের সাথে আমিও যে আছি
      ঘর ছেড়ে চল যায় ছাদে নেচে গেয়ে বাঁচি।


গুটি গুটি পায়ে সব ছাদে গিয়ে দেখি
       ঝকঝকে সাজানো ছাদ যেন সেটা আনন্দ আসর।
       দাদু হাসে ফোকলা দাঁতে বাজিয়ে চলে কাঁসর।