এ কোন ভারতবর্ষ!
আমরা আবার জেনেশুনে সেই ভুল করলাম।
দেশ শাসনের ভার যাকে দেওয়া হলো।
সে বা তারা দাগী চোর।
ছি ঃঃ কি  চরম লজ্জা!
বলুনতো কাকে বিশ্বাস করবো?
যে বলেছিল পরিবর্তন ঘটাবে।
বুঝিনি তিনি আসলে
নিজের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন।
ছি এত লোভ!
এরা তো নিজের মায়ের কিডনি বেচে দেবে?
আবার জেনে শুনে সেই ভুল করলাম।
মহাজ্ঞানী মহাজনেরা বলে গিয়েছিলেন
- প্রদীপের নিচেই অন্ধকারের বাস।


দিনে দিনে হয়ে গেল স্বাধীনতা পঁচাত্তর।
আমরা এক পা ও এগোয়নি।
বরং পিছিয়ে গিয়েছি হাজার বছর।
কাঁধে দিয়েছে ভিক্ষার ঝুলি
হাতে ধরিয়ে দিয়েছে ভিক্ষাপাত্র।
চোখে মুখে পরিয়ে দিয়েছে ঠুলি।
দেশের জাতির মেরুদন্ড দিয়েছে ভেঙ্গে।
এর চেয়ে ভালো ছিল পরাধীন থাকা।
যারা স্বাধীনতা আনতে শহীদ হয়েছিল।
তাহাদের প্রাণ বলিদান হয়ে গেল বৃথা।
হে আমার ভারতবর্ষ।
আবার নতুন করে নব মন্ত্রবলে দীক্ষা দাও।
ফিরিয়ে আনি মানুষের ন্যায্য অধিকার।
কতদিন আর অধিকার থেকে বঞ্চিত থাকবে জনগণ।
এবারে দেখছি নিজের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে।