ছোট্ট ছেলেটা তিন রঙ দিয়ে পতাকা আঁকছে
এত মনোযোগ যে খাবার মুখে তুলছেনা।
চক্র আঁকা শেষ করে মাকে বলে
-মা কেমন হয়েছে বলতো?
আমাদের স্বাধীন দেশের পতাকা।
মা শুধু হাসে আর বলে খুব সুন্দর।
স্বাধীনতা জানে, ছেলেটার মাথায় কতটা ঋণের বোঝা।


মেয়েটা লালপাড় শাড়ীতে করে নৃত্যের মহড়া
'ভারত আমার ভারতবর্য স্বদেশ আমার স্বপ্ন গো''
মেয়েটা স্বপ্ন দেখে একদিন সে নৃত্য শিক্ষিকা হবে
সারা পৃথিবী জুড়ে সে নৃত্য পরিবেশন করবে।
স্বপ্নের চূড়ান্তে আলোর দেশে পৌঁছে যেতে...
দিন রাত জুড়ে চলে শুধু মহড়া।
স্বাধীনতা জানে, মেয়েটার জন্য কতটা অন্ধকার জমানো।


বেকার ছেলেটা একটা মেয়েকে ভালবাসে
ওদের দেখা হয় হাসি কান্নার গল্প তৈরি হয়।
ছোট্ট একটা ঘর বাঁধার পরিকল্পনা।
ওরা দুজনেই পরীক্ষা দেয় কাজের আশায়
কৃতকার্য হয়ে যাবার পরেও তারা ডাক পায়না।
ওরা আশায় আশায় থাকে, একদিন জানতে পারে
শকুনির পাশা খেলায় তাসের ঘর ভেঙে গেছে।
শুধু স্বাধীনতা জানত, ওরা উৎকোচ দিতে অপারগ।
ওরা তাই হতশ্রী হয়েই রয়ে যাবে আজীবন।