তোমায় ছেড়ে এসেছি বহুদূর
তবু তোমার উপস্থিতি প্রতি মুহূর্তে মুহূর্তে।
গুরুগুরু গর্জনে ঢেউ তুলে অনবরত
তীরে আসছ আর আসছ।


তুমি কি এখনো আমায় খুঁজে চলেছ।
ক্লান্তি নেই ঘুম নেই তোমার চোখে।
বাতাসের শরীরে বার্তা দিয়ে চলেছ,
আকুলি বিকুলি বাতাসে তোমার চুলের সুবাস
সে বাতাস আমায় নোনতা করে দিয়ে যায়।
আমার যে আর কিচ্ছু করার নেই সাগরিকা
অভিমানী নীল চোখ আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে,
তোমার সম্মোহনী মনের বিনিসুতায়।


আমি যে এখন নীল আকাশে
একলা এক ডানা মেলা ভবঘুরে চিল।
আবার আমি বৃষ্টি হয়ে ঝরব পাহাড় চুড়ায়
নদী হয়ে আবার আসবো ফিরে তোমার বুকে,
কথা দিলাম। ঠিক আছে।