তোমার পথে আলোরা জেগে থাকে
উৎসবে তোমার অনেক অনেক আমন্ত্রন
কোনটা যাবে কোনটা যাবে না বেছে নাও
দাঁড়িপাল্লায় মেপে বুঝে যাও কোনটা উৎকৃষ্ট।
মুক্তোর মতন সফেদ ঝকঝকে হাসিতে সবাই মুগ্ধ।
বুকের ভিতর আনন্দের একটা লহরী নৃত্যরতা
তবু কি মনে হয়না একটা মুখ এখানে নেই
যে কিনা বলেছিল আখর কেটে যাও।
হৃদয়ে লটকে বিষণ্ণ একটা চাঁদ।


আমি আলো জ্বেলে জ্বলে রেখে যাই।
একটু একটু পথ চলি বিপদ সমুখে আসে
নিভে যায় বাতি পথ হয় বেভুল হই দিশাহারা
আবার সলতে পাকিয়ে প্রস্তুতি ঝড়ের মুখোমুখি
শাসিয়ে গিয়েছে কালনেমি। ভিজিয়ে দিয়েছে আহার।
ক্লান্ত হয়ে যাইনি। আখরে আখরে এঁকে চলেছি
বর্তমানের বাস্তব রক্তাক্ত চিত্র যত জলছবি,
টুকে রাখছি চুরি যাওয়া অধিকারের গল্প
বুকের পাঁজরে লালন করছি ব্রহ্মাস্ত্র।