নিশিকান্ত ওদের ভালো করে চিনতো না
যারা লিখেছিল রাতের অন্ধকারে দেওয়াল লিখন
ওরাও চেয়েছিল দিন বদলে দিতে
কি জানি কি সব এলোমেলো হয়ে গেল
ওরা নিশিকান্তকে শুধু বলেছিল মুখ বন্ধ রাখতে।


নিশিকান্ত কিন্তু সে কথা অক্ষরে অক্ষরে মেনেছিল
তবু একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখে ফেলল
বুলেটের আগুন কিভাবে বিকট চিৎকার হয়ে ওঠে...
সেই আর্তনাদের তীক্ষ্ণ তীর তাঁর হৃদয়ে বিঁধে গেল
নিস্তব্ধ অরন্যে সেদিন আগুন দাবানল হয়ে গেল।


নিশিকান্ত কিছুতেই আগুন নিভতে দেয়নি
রক্তে ভিজে যাওয়া দেওয়াল দুহাত দিয়ে ধুয়েছিল
তারপর দিন বদলের স্লোগান নতুন করে লিখে ফেলল
চারুলতা সবটায় জানত কোনদিন প্রকাশ করেনি
নিশিকান্তকে অকপটে বলে -তোমার পথই আমার পথ?