কেউ কেউ এখনো তোমায় খুব ভালবাসে।
তোমার সবুজে মুখ ডুবিয়ে ঘামের ঘ্রান খুঁজে নেয়...
কষ্টটা বুঝে নিতে পাশে এসে বসে...
কতটা রক্ত মুছে দিয়ে
অনেকটা ব্যথা শুষে নেওয়ার চেষ্টা করে।
যন্ত্রণার নীল ধুয়ে স্বাভাবিক করতে থাকে;
যত কাঁটা বিছানো থাকে পথ জুড়ে
রাতের আঁধারে সবটা সরিয়ে ফেলে।
যতটা কলঙ্ক ছড়িয়ে গেল, এই বিশ্বজুড়ে
তারা সবটা যে সাদা করতে চাই।


তাই কবিতার পাতায় তোমায় দেখি
ছবির ভিতর করুন আঁখির শুকনো জলেরধারা।
ভাস্কর্যে ভুখা নাঙ্গার দীর্ঘ মিছিল
কেউ কেউ আদিখ্যেতায় ...পাদুকায় চিহ্ন রাখে।
মুখেই জগত মাৎ করে দিতে চায়।
কি যেন দাম্ভিকতায় ইতিহাস গড়তে চায়।
কিম্বা গোপন ষড়যন্ত্রে অস্ত্র শানায়
গণতন্ত্রের সব পেয়েছির চাঁদোয়ার তলে
সবাইতো আর চাঁদির পাহাড় বানায় না...


কেউ কেউ একটু অন্য রকম।
যারা উজানে চলতে ভালবাসে।
ঘাসের হলুদ হওয়াকে মেনে নিতে পারেনা।
তারা থাকে খানা খন্দরে শহরতলির অন্ধঘরে,
মাঠে ময়দানে ঝুপড়ী আটচালায়
আগমনীর গান শুনতে চায় প্রাণ ভরে।
ভাল করে বাঁচতে চাঁদের পাহাড় স্বপ্নে দেখে।
কেউ কেউ এখনো তোমায় বড্ড ভালবাসে।