শব্দে শব্দে কেমন জব্দ
মৌনতায় নেইতো কোন শব্দ।
তবু নিস্তব্ধতায় এসেছে শব্দ
নীরব হাসিতে সম্মতি নিস্তব্ধ।


মনে কত শব্দ বৃষ্টি হয়ে ঝরে
কতটুকু তার কলম ধরতে পারে
ঝরো ঝরো করে নিত্যি ঝরে পরে
কিছু কুড়াই দেব তোকে মুঠো ভরে ।


শ্মশান ঘরে রাত্রি ফুরিয়ে গেল;
শব্দহীন নিস্তব্ধতায় সে চলে গেল।
চোখের জল নদীর ঘাটে মিশে গেল
মৌনমিছিল ফিরল,একজন রয়ে গেল।