আঁকা বাকা পথে নদী সাগর পানে ধায়
কালে অকালে মিলে মিশে তার বক্ষে ঠাই।
জন্ম মৃত্যু সৃষ্টি স্থিতি লয়, ক্ষয় অক্ষয় অবক্ষয়
কান্না হাসি দোলন দোলায় জীবন বড় মায়ায়।


হারানো সম্পর্ক মাঝে মাঝে বেদনা দেয়
কার দোষে কেন যে আপন পর হয়ে যায়?
ক্ষুদ্র স্বার্থ কি শেষে জবাব দিতে পারে ?
শুধু তেলা মাথায় তেল, অকারন বৃষ্টি ঝরে।

সব ইচ্ছা পুরন কর মা দুর্গতিনাশিনী।
মায়েরা সব পারে,ওরা জীবনে হারেনি।
সেই শেষে জয়ী, তুমি থাকো যার সহায় হয়ে
তুমি থাক বৃদ্ধাশ্রমে চোখের জলে পথ চেয়ে।