এ বড় সত্যি কথা হে
ঈশ্বর ও যে ঈশ্বরীর ভর্তসনায় জর্জরিত।
এমন না করে পারে কি করে?
মানব নয় দানব সৃষ্টি, রূপ যার খণ্ডিত।

জল্লাদের অট্টহাস্যে চারদিক গম গম
প্রাণের হাহাকারে হৃদ করে থম থম।
মৃত্যুর অপেক্ষায় কাঁপে যারা থর থর
ভর্তসনা নয় সব হও প্রতিবাদে মুখর ।.

পড়ন্ত রোদ্দুর শেষে নামে সন্ধ্যা রাত্রি
শান্ত হোক জীবন কিছুক্ষন শুধু বিরাম
দিগন্ত আবার ডাক দেবে, সূর্য ওঠে পূবে
দুরন্ত ক্ষিদে মনে প্রাণে আবার ছুট অবিরাম।