আপনারে আপনি চিনে নিতে
কেন যে মিছে করি দেরি।
যে জন আছে হৃদয় মাঝে
বিদেশ বিভূঁই খুঁজে ফিরি


বিশেষ জ্ঞানে বিজ্ঞানে বিজ্ঞজন...
লাভের আশায় অজ্ঞান মহাজন
নুবদিগন্ত আবিষ্কার আশীর্বাদ না অভিশাপ
অজ্ঞানের হাতে ছেলেখেলা বড় মহাপাপ।


এতো জীবনের যন্ত্রণা নগর সভ্যতা
যত বেশি শুহুরে তত অসুখ মৌনতা।
বুঝি সবটাই গাগুলানো সারা শরীরে কীট
মাঝে মাঝে ইচ্ছা করে, হই ধ্বংস প্রতীক।