আমরা যে কি পারি আর কি পারিনা
     সবটাই জানি, নাকটা কেটে যাত্রা ভঙ্গ করি।
ভুয়ো কথায় আঁধারকে আলো বলতে পারি
   ইচ্ছা থাকলে পাহাড় কেটে পথ বানাতেও পারি।


আমার কবিতারা নিয়ম মানে না
   ধায় যেমন নদীর ধারা।
এই সে ফাগুন হঠাৎ ঝরায় বৃষ্টি
   আপন খেয়ালে মাতোয়ারা।


ওরা যে গণ্যমান্য দেশ বরেন্য
        দশ দিশে তাই অনবদ্য অনন্য।
দান ভিক্ষা করুণাতে ধন্য ধন্য
       পুকুরচুরি ঢাকতে বাজায় পাঞ্চজন্য ।