আপাত দৃষ্টিতে শব্দেরা একা একা খুবই নিষ্প্রাণ
শব্দগুলো যখন গাঁথা হয় তখন ফিরে পায় প্রাণ ।
কারোর প্রকাশ ঠিক যেন আবেগের নদী চলমান
কেউ কবিতা কেউ কান্না হাসির উদ্ভাসিত গান।

মায়ের কোলে মায়ের কাছে শেখা
পৃথিবীটাকে সবুজ চোখে দেখা
চলতে চলতে পথে ফোটে জীবনরেখা
আমার মাতৃভাষার সম্মান দিতে শেখা।

এমনি এক সৎ বোধিবৃক্ষ ছায়া
আত্ম সাধন বিশ্লেষণে বড় মায়া।
ত্যাগের মহান প্রতীক হতে চাওয়া
গোপন অন্ধকারে মুখোশ পরে নেওয়া।