আমার গর্ব আমার ভালবাসা
আমার মাতৃভাষা, শেখা মায়ের কোলে।
শিশুর ডাকে, মায়ের মুখে জ্যোৎস্না ঝরে
পালকি দোলায় তখন হৃদয়খানি দোলে।


প্রেম আছে তাই ছন্দ আছে
তাইতো এই বিশ্ব বাঁচে ।
তুমি ও আছো আমিও আছি
সৃষ্টির তালে হৃদয় নাচে।


জীবনে মৃত্যু থাকবেই
তার জন্য নয়কো ভয়।
ভয়কে জয় করতেই হবে
চল সমুখে এগিয়ে যাই।