তুমি ভালো নেই
ডানার প্রতি পালক হয়েছে বিবর্ণ
বুকের গভীরে বয়ছে কলঙ্ক তটিনী
পাঁজরের ফসফরাসে ধরেছে মরচে
একে একে খসছে করিবরগা আলগা হয়ে
একদিন হয়তো পুরোটা তলিয়ে যাবে ।
তুমি ভালো নেই
প্রথম সূর্য দর্শনে নেই গাত্র মার্জনা
পুণ্য সলিলায় নেই পরম শান্তিবারি
পরীর মর্মর বক্ষে একরাশ অমাবস্যা
ধুকে ধুকে ফুরিয়ে গেল ঠুনঠুন রিস্ক্সাওয়ালা
একদিন কর্পুরের মতন হারিয়ে যাবে !
তুমি ভালো নেই
চারধারের এত রোশনাই তবু আঁধারঘন
প্রতি চোখ হারিয়ে ফেলেছে সরলতা
নখের ডগাতে ঝরছে টাটকা রক্তধারা
চেখে চেখে গোগ্রাসে গেলে আস্ত একটা লাশ
এখন লাঠির ভরে আর কতদূর যাবে ?
তুমি ভালো হবে
পাঁজরে চাই অটুট বিশ্বাসের ক্যালশিয়াম
ফুসফুসে চাই টাটকা অফুরান অক্সিজেন
চোখের দৃষ্টিতে চাই আগামীর একটা স্বপ্ন
নব নব প্রাণ বৃষ্টিধারা চাই কালবৈশাখীর শেষে
সত্যি সেদিন উত্সবে মাতবো ওগো কল্লোলিনী।