কেন যে মন ঘুরে ফিরে বারেবারে
তোমার পুকুর ঘাটেই বসতে চাই।
কেন যে আমার হৃদয় তোমার সবুজ অরন্যে
সকল সময় লুকোচুরি খেলতে চাই।
হৃদয় যখন শুষ্কতায় ধূসর মরুভুমি
অবিরাম শুধু বৃষ্টি ঝরে চকিতে দেখলে তোমায়।
থমকে থাকা নদী যেমন স্রোতের ধারা পায়
কি জানি কি নেশায় আমি তোমার দিকে ধায়।
মুষড়ে যাওয়া ফুলের মতন দীর্ঘ অদর্শনে
চোখেতে চোখ রাখলেই দেখি ক্লান্তি ভুলে যাই।
হারিয়ে যাওয়া গোপন কথা মনে কিচ্ছু নেই
থাকো তুমি সারাজীবন ধরে,আমি আর কিছু না চাই।