একটা পাহাড় তোমার আছে! কই বলোনিতো!
তাহলে একটা নদী ও নিশ্চয় আছে,
সবুজে ঘেরা বনানী তাও বুঝি আছে
ঝোপে ঝাড়ে সাথে কীট আর পতঙ্গেরা।
জলজ বনজ পশু পাখীর দল থাকবে আশা করি।
ফুল ফোটে! নানা বিচিত্র রঙের !
পাহাড়ের গাঁয়ে রোদ্দুর এসে পড়ে !
সারাদিন গল্প গুজব করে
বিকেলবেলায় সে যায় ফিরে ;
সুন্দর তোমার সাজানো সোনার সংসার।


তুমি কি ভাগ্যবান!
পাখীর ডাকে ঘুমাও... পাখীর ডাকে জাগো...
নবীন কচি কিশলয়ে পাঠ করো সঞ্চয়িতা
ঝরাপাতার কান্নায় গীতবিতানের পাতা উল্টাও
তবু ও তুমি মেঘের বাড়ি যেতে চেয়েছ!
''আমায় কিছু দাওগো'' বলে দুহাত পেতেছ।
তোমার এই নিরহংকার ভাব,
আমার কিন্তু বেশ ভালো লাগে।
যেন আপনভোলা এক উদাসী বাউল।


তুমি কি জানো?
তোমার উদার ঐশ্বর্য ভরা সৌজন্যের গান
মেঘেরা শুনতে আসে। চুপিসারে পাহাড় আড়াল করে;
সকালে শোনে আহির ভৈরব, দুপুরে জুড়ে বিলাবল
সন্ধ্যার কালে ইমনের সুরে, মালকোষ রাতের গভীরে।
মনে আছে ঝড়ের দিনে
তীব্র ঝালায় পাখোয়াজ বাজিয়েছিলে।
সেদিন রুদ্র ঝড় তোমার ছন্দে থমকে গিয়েছিল।
দীপক রাগে তুমি আগুন হয়ে ঝরো  
মেঘমল্লারে বৃষ্টি এনে পাহাড়ে সিনান করো।


যদিও জানি, তুমি মাটিও ভীষণ ভালোবাস
ইচ্ছা এটাও এই মাটিতেই যাবে মিশে।
মাটির সাথে গল্প করো মাটির প্রদীপ জ্বালো।
সব অহংকার ভুলে মাটির কাছে প্রার্থনা করো।
এত কিছু তুমি একাই পারো;
তবু বল ''জানিনে কিছু বুঝিনে কিছু''
আমি দেখেছি তুমি সবটায় পারো সুন্দর করে।
প্রকৃতির মতন গড়ো, কোমল কঠিন করে।